
পারভীন আকতার
******************
গগন তল উচ্চ কর স্বর
মন পবন শনশন বয়।
ক্ষয় হয় হৃদ কম্পন সব
ধবল পক্ষ পলক সময়।
ভব টগর পড়ল দম ঘর
শরৎ গগণ কয় চল,
অতল অসম যত স্বরণ
পর হল অক্ষ দল।
ধর তব হস্ত গরজ কর
সমর ফসল শতদল,
রইব পক্ষ গণকন্ঠ জন
হব ত্বরণ বড়ই সফল।
ধন সকল গহবর সম
কলম কর তব মন,
সবসময় সমবন্টন ধর
মরণ অমর কর পণ।
রব সতত হৃদয় রয়
রকম ভর নরম বল,
জল বয় কথন গরগর
প্রহর গুন ছন্দ মলয়।
প্রণয় মজ রব সতত
হৃদ কর জপ রব,
সকল মহল মগ্ন কন্ঠ
ইষৎ রং বদল সব।