♥ কলমযোদ্ধার স্বীকৃতি চাই♥

নিজস্ব প্রতিবেদক

*****পারভীন আকতার

চোখ মুদলেই হাজারো কাব্যের আনাগোনা,
মনে হয় বেঁচে না থাকলে হবে না আর যোজনা।

প্রতিটি রাত যত গভীর হয় প্রচন্ড মাথা ব্যথা অসীম!
প্রসব বেদনায় কিঙ্কর অগ্নুৎপাত হয় জাগ্রত সসীম।

নিশিদিন সন্তান জন্ম দিই,কাব্যই আমার জীবন অনন্ত,
রক্তমাংসের শব্দের শরীর ছুঁয়ে দেখি সব লেখা জীবন্ত!

হয়তো আমি চলে যাবো সহসা আকাশের তাজ তারা হবো,
আমার অল্পস্বল্প ছুঁয় কবিতারা বলবে মাগো পাহারায় রবো।

ঘুমাতেই পারি না,একি অসম্পাত আয়ুর্বেদ কী জানা নাই,
দূর্বহ ভাবনা উঁকি দেয় নিরালায় দেয়াল উপছে সীমানায়।

ঠিকানা নাই,গন্তব্য কোথায় কূল খুঁজে পাওয়া মুশকিল,
অক্ষর অমরতা দিতে গিয়ে কতনা যন্ত্রণায় ভোগে সুশীল।

রাতভর জেগে কলমে মননে যে লেখ্য সন্তান পৃথিবীতে আসে,
কোন কালে মর্যাদা পেয়েছে জীবদ্দশায় জন্মই ভালোবাসে!

সময় এসেছে এখন,প্রতিটি মান লেখায় সম্মান যেন পায়,
সম্মানী,মর্যাদা কলম যোদ্ধাদের আজীবন রাষ্ট্র স্বীকৃত চাই।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত