চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ার’কে সীতাকুণ্ড থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

দেলোয়ার হোসাইন সাইমুন:-

নিখোঁজের চারদিন পর খোঁজ মিললো সাংবাদিক গোলাম সরোয়ারের। আজ রবিবার রাত ৮টার সময় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, পুলিশ সুপার এসএম রাসেদুল হক ও জেলা সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক গোলাম সরোয়ারকে উপজেলার কুমিরার ইউনিয়নের হাজী পাড়া ব্রিজঘাটা এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েও যান স্থানীয়রা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, তিনি এখনও অজ্ঞান অবস্থায় আছেন ফলে সাথে কথা বলা সম্ভব হচ্ছেনা। তবে জ্ঞান ফিরবে তখন কথা বলে বিস্তারিত জানতে পারবো।

এর আগে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার ২৮ অক্টোবর রাতে অফিস শেষে গোলাম সরওয়ার বাসায় ফিরেছিলেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার সময় চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলিস্থ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার সব মোবাইল বন্ধ রয়েছে। রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি। খোজ না পেয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি নিখোঁজ বিযয়ক ডায়েরি করেন তার স্বজনেরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত