নবীজি(সঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মোগলের হাট মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম/সেকান্দর হোসেন সান্তঃ

আজ সোমবার দুপুর ২ টায় রাঙ্গুনিয়ার মোগলের হাট বাজার চত্তরে ফ্রান্সে সরকারিভাবে নবীজি(দঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মোগলের হাট সি এন জি সমিতি ও পূর্ব-খিলমোগল চালক একতা সংঘের যৌথ ব্যাবস্থাপনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি,তাঁর বক্তব্যে ফ্রান্সের পণ্য বয়কট ও বাংলাদেশে অবস্থানরত ফ্রান্সের রাষ্ট্রদূত কে প্রত্যহার করার দাবী জানান।
এতে মোগলের হাট সিএনজি সমিতির সভাপতি-মুহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে ও মুহাম্মদ ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন -রাঙ্গুনীয়া পূর্ব-খীলমোগল সুন্নীয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ ইসকান্দর হোসাইন আলকাদেরী এবং প্রধান বক্তা ছিলেন -মোগলের হাঠ সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাবেদ ইকবাল। উদ্বোধক ছিলেন পূর্ব-খীলমোগল একতা চালক সংঘের সভাপতি মুহাম্মদ খুরশেদ আলম।এতে আরো উপস্থিত ছিলেন মোগলের হাঠ সিএনজি সমিতি ও পূর্ব -খীলমোগল একতা চালক সংঘের সকল সদস্যবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত