রাজস্থলী বাজারে অভিযান। মাস্ক না পরায় জরিমানা ভ্রাম্যমান আদালত পরিচালনা

নিজস্ব প্রতিবেদক

 

রাজস্থলী ( প্রতিনিধি) রাঙ্গামাটি :

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পরে ঘরের বাইরে অাসায় বাজারে আগত জনগনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ নভেম্বর বুধবার, নারামুখ,বাজার এলাকা, বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ অাদালত এ জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শেখ ছাদেক, সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান। তিনি মাস্ক না পরায় ৫ মামলায় ৫ জনকে জরিমানা করেন। নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামণ। তবে সংক্রমণ বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহণ গনপরিবহণ ও বিভিন্ন জনসমাগমে মাস্ক না পরে অবাধে চলাফেরা করছে মানুষ। তাই করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত