নিউসান কর্মজীবি কো-অপারেটিভ সোসাইটি লিঃ বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

গত ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার নিউসান কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর অর্থ সম্পাদক রেহেনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিউসান কর্মজীবি কো অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক মঞ্জুরুল করিম সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্হপনা পরিচালক মোঃ মাসুদ রানা ও পরিচালক বৃন্দ। নিউসান কর্মজীবি কো-অপারেটিভ সোসাইটি লিঃ বার্ষিক আনন্দ ভ্রমণ তিন ভাগে বিভক্ত হয়ে একটি গ্রুপ কক্সবাজার এবং আরেকটি গ্রুপ রাঙ্গামাটি ও অপর গ্রুপটি বান্দরবান উদ্দেশ্যে কাক ডাকা ভোরে যাত্রা করে সন্ধ্যায় নিজ নিজ অবস্থানে ফিরে আসেন। নিউসান কর্মজীবি কো-অপারেটিভ সোসাইটি লিঃ বার্ষিক আনন্দ ভ্রমণ সার্বিক সহযোগিতা ও দায়িত্বে ছিলেন
বিশেষ করে নিউসান কর্মজীবি কো-অপারেটিভ সোসাইটি লিঃ কর্মকর্তাদের মধ্যে রাঙ্গামাটি প্রোগ্রাম লিডার মোহাম্মদ তৈয়বুর রহমান জে ই ডি। মো জাফরুল হাসান মোঃ রুবেল হোসেন। বান্দরবন প্রোগ্রাম লিডার। মোঃ রফিকুল ইসলাম জে ই ডি মোঃ ইউসুফ মিয়াজী জে ই ডি মোঃ রাসেল হোসেন জি এম।কক্সবাজার প্রোগ্রাম লিডার মোঃ শামিম হাসান ওয়াসিম। জে ই ডি মোঃ রাসেল হোসেন জি এম প্রমূখ। নিউসান কর্মজীবি কো-অপারেটিভ সোসাইটি লিঃ বার্ষিক আনন্দ ভ্রমণ ছিল এবারে ভিন্ন রকম এবং ভিন্ন রকম আনন্দ সবাই উপভোগ করেন। আনন্দ ভ্রমণ যাত্রা র আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে নিউসান কর্মজীবি কো -অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক মঞ্জুরুল করিম সুমন বলেন, নিউসান কর্মজীবি কো অপারেটিভ সোসাইটি লিঃ বাংলাদেশের জন্য এক মাইল ফলক হিসেবে তৈরী হবে, মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের রুপকার আমরা তার অংশিদার হিসেবে কর্মসংস্থান সহ উন্নয়নের কাজ করে যাচ্ছি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। নিউসান কর্মজীবি কো অপারেটিভ সোসাইটি লিঃ কাজের পাশাপাশি বার্ষিক বনভোজন এর আয়োজন প্রতিবছরের মত এবারও সফল ভাবে আনন্দ করে সবাই ফিরে আসবে। নিউসান কর্মজীবি কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কর্মকাণ্ড কি উদ্দেশ্য এবং প্রতিষ্ঠার অল্প সময়ে সফলতা কথা তুলে ধরেন। নিউসান কর্মজীবি কো অপারেটিভ সোসাইটি লিঃ প্রতিবছর কোম্পানি হতে কর্মকর্তা – কর্মচারী দের আনন্দ দেওয়ার জন্য চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয়স্থানে একদিনে র বিনোদনের আয়োজন করি৷ এবার আনন্দ ভ্রমণ উপলক্ষে প্রতিবারের মত আকর্ষণ রেখেছি ভিন্ন রকম।

 

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত