চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ও চকরিয়া থানার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

মো: নাজমুল সাঈদ সোহেল
 চকরিয়া প্রতিনিধি:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা আওয়ামীলীগেৱ  উদ্যোগে ডুলাহাজারা সাফারি পার্কস্থ বঙ্গবন্ধু ভাস্কর্য চত্তরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অপর্ণ, নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি পালন উপলক্ষে বিকালে ডুলাহাজারা সাফারি পার্কস্থ বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে কক্সবাজাৱ জেলা পুলিশের উদ্যোগে চকরিয়া থানাৱ আয়োজনে সোমবার সন্ধ্যায় থানাৱ কনফারেন্স হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ।সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল তফিকুল আলম,  চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের ,পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ আশরাফ হোসেনসহ  থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় প্রধান অতিথিৱ  বক্তব্যে আলহাজ্ব জাফর আলম এমপি বলেন, শহীদ বুদ্ধিজীবী মানে বাংলাদেশ। আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। তাই আগামীর বুদ্ধিজীবীদের প্রতি তিনি বলেন, তোমরা সঠিক ইতিহাস পড়ো, সঠিক ইতিহাস জানো, আর একজন পরিপূর্ণ বাংলাদেশির অবশ্যই বাংলাদেশের সঠিক ইতিহাস জানা দরকার। বুদ্ধিজীবীদের হত্যা করে  বাংলাদেশকে দমাতে পারে নাই। বাংলাদেশের মানুষ জানে কিভাবে ঘুরে দাড়াতে হয় ।আজ আমরা ঘুরে দাড়িয়েছি।৯১৬ জন বুদ্ধিজীবী হত্যা করেছিলো বর্বর পাকিস্তানী, কিন্তু তাদের হত্যা করার পিছনে মূল কারিগর ছিল রাজাকার, আল বদর, আল শামস বাহনী। আজ তারা ধিক্কৃত। আগামীর সৈনিকদের বলবো তোমরা যদি মুক্তিযোদ্ধাদের সম্মান করতে চাও, শহীদ বুদ্ধিজীবীদের সম্মান দিতে চাও তাহলে আগে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, গণহত্যার সঠিক ইতিহাস জানতে হবে। বেশি বেশি বই পড়তে হবে।  এছাড়াও তিনি পদ্মা সেতু নির্মাণে সফল ভূমিকা পালন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, এমআর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার। এছাড়া আরও বক্তব্য দেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলম প্রমুখ, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসানুল ইসলাম আদর প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত