সিংগাইরে এক গৃহবধুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

জামিল বিশ্বাসঃ

মানিকগঞ্জের সিংগাইরে বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রাম থেকে পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে।

জানা যায়, উপজেলার চরনয়াডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের মেয়ে মুক্তা(২২) ও খোলাপাড়া গ্রামের আব্দুল্লাহ (২২) এর এর বিয়ে হয় আড়াই বছর আগে। বিয়ের পর থেকে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে শনিবার(২০ ফেব্রুয়ারী) সকালে ফাঁস নিয়ে মুক্তা আত্মহত্যা করে। লোকজন সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত