
জামিল বিশ্বাস, (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ এর সিংগাইর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত উপস্বাস্থ্য সেবা কেন্দ্রটির ভবন ঝুকিপূর্ণ হয়েছে অনেক আগেই, ভিতরে উইপোকার বাসা বেঁধেছে, ময়লা আর্বজনার পচা দুর্গন্ধের কারণে এ চিকিৎসা সেবা কেন্দ্রটি এখন নিজেই রোগী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকিস্তানী আমলের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্রটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পচা ময়লা আর্বজনার বাগাড় ও পরিত্যক্ত ভবনে পরিনত হয়েছে। নেই কোন সাইনবোর্ড দেখে বুঝার উপায় নেই এটা স্বাস্থ্য কেন্দ্র নাকি পরিত্যাক্ত ভবন ।খাতা-কলমে একজন এমবিবিএস, ফার্মাস্টিট, প্যারামেডিক্যাল, স্বাস্থ্য সহকারী, পিয়ন, ঝাড়ুদার থাকার কথা থাকলেও মাত্র একজন স্বাস্থ্য সহকারী দিয়ে চলছে নামমাত্র চিকিৎসা সেবা। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ভবটির ছাদে শেওলা পড়ে ছনগাছ জন্মেছে, ছাদ ও দেয়ালের ভিতরে বাহিরে প্লাস্টার খসে খসে পড়ছে। ভীম ও ছাদে দেখা দিয়েছে অসংখ্য ফাঁটল। কংক্রিট উঠে গিয়ে রড় বের হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ে। ঘুন ও মরিচিকা ধরে দরজা, জালানার লোহা নষ্ট হয়ে গেছে। খসে পড়া প্লাস্টারের ধূলা বালিতে ঔষধ ও আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ক্লিনিকের ভিতরে বাহিরে ময়লা আর্বজনা ও পচা দুর্গন্ধে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা।
একজন স্বাস্থ্য সহকারী বলেন- এখানে প্রতিদিন গড়ে ৬০ জন রোগী সেবা নিতে আসেন।এদের বেশির ভাগই মধ্য বয়সী থেকে বয়স্ক।আমাদের কোয়ার্টার গুলোর অবস্থা এমন যে গরু রাখার গোয়ালঘর তার চেয়ে ভাল।তবে ভবনটি সংস্করণ করলে রোগীর সংখ্যা বাড়বে এবং সেবার মান বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ফারহানা কবির বলেন, ভবনটি সংস্কার ও জনবল নিয়োগে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এ সমস্যা দ্রুত সমাধান হবে।