
মুহম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনসৌদিয়ায় শাহ সূফী হযরত নুর আহমদ শাহ মাইজভান্ডারি(রহঃ),হযরত মকবুল আহমদ শাহ মাইজভান্ডারি(রহঃ),মৌলানা আব্দুর রশিদ শাহ(রহঃ)এর ১১১তম বার্ষিক ওরশ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬ফেব্রুয়ারি) তিনচৌদিয়া শাহী দরবার শরীফে ওরশ শরিফ উপলক্ষে সকালে খতমে কোরআন খতমে গাউছিয়া ও মাজার যিয়ারত, মাজারে পুষ্প অর্পণ করেন এবং যিয়ারত শেষে ওরশের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান মাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী আবুল কদর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাজার পরিচালক কমিটির সহ-সভাপতি হাজী আহমদ সৈয়দ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক মাস্টার, সহ-সভাপতি জানে আলম মেম্বার, উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মো.শফিউল আলম, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়ার করেন হাফেজ গিয়াসউদ্দিন শফি, মিলাদ পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক, মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ নঈমী।