গাছে ঝুলন্ত অবস্থায় এক তরুনীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সোহেল উদ্দিনঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান রাবার ড্রাম এলাকায় শারমিন আকতার (১৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গৌড়স্থান রাবার ড্রাম এলাকার খামার বাড়ির উঠানের পাশের একটি গাছ থেকে তার মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশেকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরীর লাশ উদ্ধার করে। নিহত তরুণী শারমিন ওই এলাকার খুলু মিয়ার মেয়ে বলে পুলিশ,কে জানান স্থানীয় ইউপি সদস্য মো: পেয়ারু। তবে পরিবারের দাবি,এটি পরিকল্পিত হত্যাকান্ড। এলাকাবাসী হত্যা নাকি আত্মহত্যা সেটির সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

নিহত তরুণীর বাবা খুলু মিয়া বলেন বাড়ির সবাই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় প্রতিবেশীরা। এরপর তিনি সেখানে গিয়ে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।

লোহাগাড়া থানার (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে একটি গাছের সাথে গলায় ওড়নায় প্যাঁচানো অবস্থায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুুতি চলছে । তবে হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করে দেখবে বলে জানান পুলিশ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত