কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরের বার্ষিক মহোৎসবে জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ঃঃ ধর্ম মানুষকে সৎ পথে চলার সুযোগ করে দেয়

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)ঃ

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী বলেন, ধর্ম মানুষকে সৎ পথে চলার সুযোগ করে দেয়, ধর্ম যার যার উৎসব সবার, এই অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে প্রত্যেক সম্প্রদায়ের মানুষজন অংশ নিয়ে প্রমান করে এই জনপদ অসাম্প্রদায়িক জনপদ। তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অঞ্চলের প্রতিটি মঠ মন্দিরে যে পরিমান উন্নয়ন সাধিত হয়েছে, তা কোন সরকারের সময় হয় নাই।

তিনি সোমবার(১ মার্চ) সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু কর্ণফুলি প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে ১৬ তম শ্রী হরি বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৮ তম সার্বজনীন মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর জিএম( এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, কাপ্তাই আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাক আহমেদ, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, মহিলা সম্পাদক শিপ্রা লোধ, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন, কাপ্তাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ তানভীর খান, রাইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাপ্পা বড়ুয়া, কর্নফুলী সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন। স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার তপন কুমার মল্লিক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মসভায় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংগালহালিয়া ঋষি আশ্রমের অধ্যক্ষ সনাতন ঋষি মহারাজ। এইসময় ধর্মীয় আলোচনা করেন গবেষক বরেণ্য ধর্মতত্ত্ববিধ অধ্যাপক রুপন ধর, বিশিষ্ট ভাগবতীয় বক্তা রাঙ্গুনিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক অসীম কুমার শীল, শ্রীমৎ স্বামী বাবলানান্দ মহারাজ, অমৃতানন্দ মহারাজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কর্মসিদ্ধ তন্ত্রজ্যোতিষ পন্ডিত জে কে শর্মা, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে, মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি স্বপন কুমার সেন, ব্রজগোপাল বৈষ্ণব।
এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত