নবাবগঞ্জে তৃনমুল পর্যায়ে নারীদের মাঝে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তৃনমুল পর্যায়ের নারীদের মাঝে তুলে ধরতে বেসরকারী সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের স্কোর প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পার্শ্ববর্তী প্রধান সড়কগুলিতে প্রদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ইসলামিক রিলিফ বাংলাদেশ নবাবগঞ্জ শাখার স্কোর প্রকল্পের প্রকল্প অফিসার নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবীর। সভায় স্থানীয় ইউ,পি সদস্য, সুধীজন ও স্কোর প্রকল্পের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। একই ভাবে ঐ সংস্থার আয়োজনে কুশদহ ও মাহমুদপুর ইউনিয়নেও এ দিবস পালিত হয়।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত