
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
“বন পুনরুদ্ধার, উত্তরণ ও কল্যানের পথ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে রোববার(২১ মার্চ২১ইং) সকাল ১১টায় আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়। ইন্সটিটিউট অব ফরেষ্টর্স বাংলাদেশ(আইএফবি) এবং বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই এর আয়োজনে এই
উপলক্ষে কাপ্তাই স্কুল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বখতিয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে কাপ্তাই এফডিটিসিতে বন দিবসে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ শফিউল আলম । এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চবির অধ্যাপক ড. মোঃ আল আমিন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চটগ্রাম এর বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ এবং কাপ্তাই সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল ।
বন দিবসে বক্তারা বলেন, বনকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখতে হবে নিজ প্রয়োজনে। এসময় স্কুল শিক্ষার্থী ও বন প্রশিক্ষনার্থী, বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।