প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ৪:২০ অপরাহ্ণ

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুরঃ
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর
অধিনস্ত মাটিলা বিওপির মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের লিটনের বাড়ির সামনে বাশবাগানের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক ১৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো - বাবুল সরকার (২৫), পিতা নির্মল সরকার, গ্রামঃ নয়ানগর, পােঃ বাজিতপুর, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর রাজিব কুমার বিশ্বাস (২৫), পিতাঃ রসিক লাল বিশ্বাস, গ্রামঃ সালদা, পােঃ নহাটা, থানাঃ মােহাম্মদপুর, জেলাঃ মাগুরা, মােঃ মিজান (৩৮), পিতা আঃ মান্নান, গ্রামঃ উত্তর কলার, পােঃ চন্ডিপুর হাট, থানাঃ ইন্দুরকানি, জেলাঃ পিরােজপুর, মােঃ নাজমুল হাসান (১৮), পিতা আঃ সাত্তার হাওলাদার, গ্রামঃশান্তিনগর, পােঃ জলমা, থানাঃ বটিয়াঘাটা, জেলা: খুলনা, সনিয়া বেগম (২৫), স্বামী মােঃ নাজমুল ইসলাম, গ্রাম- আল-আমিন রােড়, পােঃ যাত্রাবাড়ী, থানাঃ ডেমরা, জেলাঃ ঢাকা, মােঃ শান্ত (০৬) মােঃ সিফাত (০২)) উভযের পিতা মােঃ নাজমুল ইসলাম, মােঃ হাসিবুল (২৫), পিতা মােঃ নুর ইসলাম,
মােছাঃ নাজমিন আকতার (২২) স্বামীঃ মােঃ হাসিবুল সকলের গ্রামঃ লষ্করপুর, পােঃ + থানাঃ চৌগাছা, জেলাঃ যশাের, মােঃ ফারুক (৩৫), পিতা মােঃ রেজাউল, মােছাঃ জোৎস্না খাতুন, (৩২), স্বামী- মােঃ
ফারুক, মােঃ হারাছ (০২), পিতা- মােঃ ফারুক উভযের গ্রামঃ ঝাপা, পােঃ ঝাপা বাজার, থানাঃ মনিরামপুর, জেলাঃ যশাের, মােঃ আজিম প্রমানিক ৪৭), পিতা মৃত খানবাহাদুর প্রমানিক, গ্রামঃ বালুকোড়া, পােঃ + থানাঃ সিংড়াই, জেলাঃ নাটোরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক (পুরুষ ০১ জন) মােঃ হাসাসুর (৪৫), পিতাঃ মােঃ আতাহার মন্ডল, নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপাের্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়েরর ও সােপর্দ করা হয়।