ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাই উপজেলার কাপ্তাই থানা পুলিশ এর প্রচার প্রচারনা এবং মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার (৪ এপ্রিল) করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি, কাপ্তাই সড়ক, উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন এলাকায় জনসাধারণকে সচেতন করাসহ মাস্ক বিতরণ করেন। এইসময় তিনি আগামী ৫ এপ্রিল হতে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার জন্য জনগণকে সচেতন করেন। এইসময় কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা উপস্হিত ছিলেন।