কোভিড -১৯ সংক্রমন রোধে কাপ্তাই তথ্য অফিসের ব্যাপক প্রচারনা

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)

করোনা ভাইরাস পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকার দেশের কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি এ নির্দেশনা জনগণের মাঝে তুলে ধরতে কাপ্তাই তথ্য অফিস কাপ্তাই এবং রাজস্হলী উপজেলায় ব্যাপক সড়ক প্রচার কার্যক্রম চালিয়ে আসছে।
কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন জানান, সরকারি ১৮ নির্দেশনা জনগণকে তুলে ধরতে কাপ্তাই তথ্য অফিস কাপ্তাই উপজেলার রাইখালী ফেরীঘাট, নতুন বাজার, বড়ইছড়ি, কেপিএম, বারঘোনিয়া গেইট, নারানগিরি, শিলছড়ি,চিৎমরম ঘাট, রাইখালী বাজার, পূর্বকোদলা, কারিগড় পাড়া, ডংনালা, রাইখালী হেডম্যানপাড়া সহ অনেক জায়গায় এবং রাজস্থলী উপজেলার সদর, বাঙ্গালহালিয়া, শফিপুর, ৫ নাম্বার সহ জনগুরুত্বপূর্ণ স্হানে সড়ক প্রচার করে আসছে।
তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম জানান, তথ্য অফিসের এই সড়ক প্রচার জনমনে ব্যাপক প্রভাব পড়ছে,তারা এই প্রচার মনযোগ দিয়ে শুনছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত