
প্রেস রিলিজ
টাইটেলঃ- বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২৬, তাং-১২/০৪/২০২১ইং, ধারা- ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯(ভ) এবং বায়েজিদ বোস্তামী
থানার মামলা নং-২৭, তাং-১২/০৪/২০২১ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড।
ঘটনাস্থলঃ- ১ম ঘটনাস্থল- বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ের পশ্চিম পাশের্ব রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্টের সামনে রাস্তার উপর।
ঘটনার তারিখ ও সময়ঃ- ১২/০৪/২০২১ তারিখ ০৩.৩০ ঘটিকা।
উদ্ধারঃ- ০৩ টি কিরিচ, ০১ টি গ্রীল কাটার লোহার ঙ্তরী কাটার, ০১ টি স্টার স্ক্রু ডাইভার, ০২ টি প্লাস, ০১ টি ঢালী রেঞ্জ, ০২ টি রিং রেঞ্জ, ০২ টি
জুট কাপড়ের লম্বা রশি, ০১ টি পাটের লম্বা রশি, ০১টি ত্রিপল, ০১ টি সাদা রংয়ের মিনি ট্রাক।
গ্রেফতারঃ- এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ নাছির (৪৪) পিতা-মোঃ মিলন, মাতা-মৃত নাজমা বেগম, সাং-তিনটাহরী বাজার,
একসত্য পাড়া, কালু মিলনের বাড়ি, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি, বর্তমানে-বরিশাইল্যা বাজার, কাসেম জমিদারের ভাড়াঘর, থানা-
চান্দগাঁও, চট্টগ্রাম, ২। মোঃ আজিম (৩২) পিতা-মৃত বদিউল আলম, মাতা-মেহেরুন্নেছা, সাং-চন্দ্রঘোনা, ফকিরপাড়া, হাজী ছমির উদ্দিন শাহ এর
বাড়ি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হিলভিউ ৩নং রোড, জাহানারা ভিলা, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম, ৩। দিদার প্রঃ রানা প্রঃ মিলন
(৩২) পিতা-মৃত মোশারফ হোসেন, মাতা-রহিমা খাতুন, সাং-বয়ারচর, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, আসামী প্রদত্ত ঠিকানা-চর ঙ্বশাখী, থানা
হাট, আনোয়ারের বাড়ি, থানা-সুবর্ণ চর, জেলা-নোয়াখালী, বর্তমানে-কেডিএস, বার আউলিয়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ৪। নুর মোহাম্মদ
(৩২) পিতা-মৃত আঃ রহিম, মাতা-মৃত আমিনা খাতুন, সাং-বিলপুর, এয়াকুব সরকারের বাড়ি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম।
গৃহীত আইনগত ব্যবস্থাঃ- মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। আসামীদেরকে
ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হইয়াছে। পলাতক অপর আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ- অত্র মামলার বাদী এসআই/মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বায়েজিদ বোস্তামী থানার সাধারণ
ডায়েরী নং-৫৫৮, তারিখ-১১/০৪/২০২১ইং মূলে সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় সিয়েরা-৩৪ (ঙ্নশ) ডিউটি করাকালে ইং-
১২/০৪/২০২১ইং তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময় অত্র থানাধীন টেক্সটাইল মেইন রোডে অবস্থান করাকালীন গোপন সূত্রে সংবাদ পান
যে, চট্টগ্রাম মহানগর ষোলশহরের দিক হইতে কতিপয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা একত্রিত হইয়া ডাকাতির প্রস্তুতির উদ্দেশ্যে একটি সাদা
মিনি ট্রাক যোগে হাটহাজারীর উদ্দেশ্যে রওয়ানা হইয়াছে। উক্ত সংবাদ অফিসার ইনচার্জ মহোদয়কে সহ উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবহিত করিয়া
তাৎক্ষনিক বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ের পশ্চিম পাশের্ব রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসাইয়া ১২/০৪/২০২১ইং রাত ০২.৪০
ঘটিকার সময় ষোলশহরের দিক হইতে আসা ০১টি সাদা রংয়ের মিনি ট্রাক দেখিয়া সিগনাল দিয়া থামাইলে মিনি ট্রাকের চালক ১নং আসামী সহ
৪/৫ জন আসামীরা দে․ড়াইয়া পালানোর চেষ্টা করাকালে বর্ণিত আসামীদেরকে সঙ্গীয় অফিসারদের সহায়তায় আটক করেন এবং ০২ জন আসামী
ঘটনাস্থল হইতে পালাইয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মিনি ট্রাকটি তল্লাশী কালে কেবিনে থাকা ধৃত ১নং
আসামী মোঃ নাছির (৪৪) এর বসার সীটের নিচ (ড্রাইভারের বসার সীটের নিচে) হইতে (ক) ০১ টি কাঠের বাটযুক্ত লোহার ঙ্তরী কিরিচ, যাহা
লম্বা ৩৪ ইঞ্চি, প্রতিটি কিরিচের একপাশ ধারালো, ২নং আসামী মোঃ আজিম (৩২) এর বসার সীটের নিচ (ড্রাইভারের পাশের্বর সীট) হইতে (খ)
০১টি লোহার বাটযুক্ত লোহার ঙ্তরী কিরিচ, যাহা লম্বা ২৪ ইঞ্চি, যাহার একপাশ ধারালো, যাহার বাটের অংশ লাল কসটেপ দ্বারা মোড়ানো এবং
ট্রাকের পিছনের খোলা অংশে অবস্থান করা ধৃত ৩নং আসামী দিদার প্রঃ রানা প্রঃ মিলন (৩২) ও ৪নং আসামী নুর মোহাম্মদ দ্বয়ের দেখানো ও নিজ
হাতে বাহির করিয়া দেওয়া মতে তাহাদের সাথে থাকা ত্রিপলের মধ্যে পেঁচানো অবস্থায় (গ) ০১ টি কাঠের বাটযুক্ত লোহার ঙ্তরী কিরিচ, যাহা লম্বা
২৮ ইঞ্চি, যাহার একপাশ ধারালো, (ঘ) ০১টি গ্রীল কাটার লোহার ‣তরী কাটার, যাহা লম্বা ২৪ ইঞ্চি, (ঙ) ০১টি স্টার স্ক্রু ডাইভার, (চ) ০২ টি
প্লাস, (ছ) ০১টি ঢালী রেঞ্জ, (জ) ০২ টি রিং রেঞ্জ, (ঝ) ০২টি ঝুট কাপড়ের লম্বা রশি, প্রতিটি লম্বা ২০ ফুট, (ঞ) ০১ টি পাটের লম্বা রশি, যাহা
লম্বা ১৫ ফুট ও আসামীদের চালিত ও বহনকৃত (ট) ০১ টি সাদা রংয়ের মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-ড-১১-৩১১৪, যাহার ইঞ্জিন নম্বর
ও চেসিস নম্বর অস্পষ্ট, (ঠ) ০১ টি প্লাষ্টিকের ত্রিপল, লম্বা অনুমান ১০ ফুট, বর্ণিত আলামত সমূহ আটককৃত ১-৪নং আসামীদের দেখানো ও বাহির
করিয়া দেওয়া মতে উদ্ধার পূর্বক ইং-১২/০৪/২০২১ তারিখ ০৩.৩০ ঘটিকার সময় এসআই/ মোঃ ইকবাল হোসেন জব্দ তালিকা মূলে জব্দ
করেন।পলাতক অপর আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
আসামীদের জীবন বৃত্তান্তঃ-
আসামী মোঃ নাছির (৪৪) এর নামে নিম্নোক্ত মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
১। খাগড়াছড়ী এর মানিকছড়ি থানার এফ আই আর নং-৩/৪১, তারিখ- ২৮ সেপ্টে, ২০১৮; জি আর নং-৪১০, তারিখ- ২৯ সেপ্টে,
২০১৮; ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০,
২। লক্ষীপুর এর রামগঞ্জ থানার এফ আই আর নং-৬, তারিখ- ০৬ সেপ্টে, ২০১৬; জি আর নং-১৫৯/১৬, তারিখ- ০৬ সেপ্টে, ২০১৬;
ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০;
আসামী মোঃ আজিম (৩২) এর নামে নিম্নোক্ত মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
১। আনোয়ারা থানার এফ আই আর নং-২০, তারিখ- ২৩ মার্চ, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
২। কর্ণফুলী থানার এফ আই আর নং-১৫/২০৭, তারিখ- ১৫ জুন, ২০২০; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০
আসামী দিদার প্রঃ রানা প্রঃ মিলন (৩২) এর নামে নিম্নোক্ত মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
১। লক্ষীপুর এর রামগতি থানার এফ আই আর নং-১, তারিখ- ০৩ জানু, ২০১৮; জি আর নং-১, তারিখ- ০৩ জানু, ২০১৮; ধারা-
১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০
২। লক্ষীপুর এর রামগতি থানার এফ আই আর নং-৮, তারিখ- ১০ ফেব্রু, ২০১৮; জি আর নং-১৯, তারিখ- ১০ ফেব্রু, ২০১৮; ধারা-
১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০
৩। নোয়াখালী এর হাতিয়া থানার এফ আই আর নং-৩, তারিখ- ০৯ অক্টে, ২০১৭; ধারা- ১৪৩/৪৪৮/৫০৬/৩৪/৩৮০ পেনাল কোড।