ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:-
গত ১৭ এপ্রিল চন্দ্রঘোনা থানাধীন রাজস্হলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বাসিন্দা সুইচাং মারমাকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে মারাত্নক জখম করে এবং তাহার ব্যবহারিত মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত সুইচাং এর চিৎকারে স্থানীয় লোকজন সহ তাহার বাড়ী লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক আহত ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ।
এদিকে গুরুত্বর আহত হওয়া সুইচাং এর বাবা থানায় বাদী হয়ে সোমবার (১৯ এপ্রিল) চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যদের এক সফল অভিযানে ডংনালার দুর্গম পাহাড়ী এলাকা থেকে ওই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর নাম থুইমং মারমা (৩০)। সে একই এলাকার মৃত রেগগা মারমার ছেলে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ভিকটিম এর বাবা বাদী হয়ে মামলা করার সাথে সাথে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর সার্বিক এর তত্বাবধানে ডংনালার পাহাড়ী দুর্গম এলাকা থেকে তিনি এবং তাঁর পুলিশ সদস্যদের সফল অভিযানে আসামীকে আটক করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেন বলে ওসি জানান। তার ব্যবহ্রত দা ও ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।