
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার অামছড়া পাড়া নামক স্থানে একটি মোটর বাইক ডিসের তারে সাথে জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (২৪এপ্রিল) সকাল সাড়ে অাট টায় সংঘটিত এ দুর্ঘটনায় মিজান (২৪) নামে গুরুতর অাহত একজন কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অাশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হলে রাস্তায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশ ঘটনা স্থল থেকে অাহত অবস্থায় অারো ২ জন কে উদ্ধার করে রাজস্থলী হাসপাতালে ভত্তি করা হয়। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মোটর বাইক চালক দুইজন যাত্রী নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হলে অামছড়া পাড়া নামক স্থানে ডিসের তারের সাথে জড়িয়ে পড়ে। এ সময় সড়কের পার্শ্ববর্তী খুটির সাথে ধাক্কা লেগে চালক মিজান গলা কেটে গুরুতর অাঘাতপ্রাপ্ত হয়। ঘটনা স্থল হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসলে অবস্থা অাশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। সড়ক দুর্ঘটনায় নিহত মিজান উপজেলার শফিপুর এলাকার অাবদুল জলিলের পুত্র। অপর দিকে মোটর বাইকে থাকা অারো দুই জন যাত্রী অাহত হয়। তাদের রাজস্থলী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বুলবুল হোসেন জানান।