নবাবগঞ্জে ইমাম -ওলামাদের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মোঃমামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরে নবাবগঞ্জের ইমাম -ওলামাদের সহিত আইন শৃংখলা, সন্ত্রাস, নাশকতা, ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ নবাবগঞ্জ থানার আয়োজনে ৫ ডিসেম্বর বুধবার সাড়ে ১১টায় নবাবগঞ্জ থানার হলরুমে থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ (সুপার প্রশাসন) মো.মাহফুজ্জামান আশরাফ।
বিশেষ অতিথি হিসাবে বিরামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো.মশিউর রহমান,উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো.আতাউর রহমান, দিনাজপুর জেলার ইমাম -ওলামা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাও : রফিকুল্যাহ মাজাহারী প্রমুখ বক্তব্য রাখেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত