গণ পরিবগন চালু সহ ৩ দফা দাবিতে কাপ্তাইয়ে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

 

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ।

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধিঃ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ঘোষিত ৩ দফা দাবির সমর্থনে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে রোববার(২মে) বেলা ১২টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সড়ক পরিবহন প্রধান কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এইসময় ৩ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি অনুরোধ করা হয়। দাবিগুলো হলো স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রীনিয়ে গনপরিবহণ ও পন্য পরিবহন চালু, সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং টার্মিনালগুলোতে শ্রমিকদের জন্য দশ টাকা করে ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ,মালিক সমিতির সভাপতি মোঃ সেকান্দার হোসেন,সহ-সাধারন সম্পাদক আকতার হোসেন,কাঠ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমেদ,শ্রমিক নেতা আয়ুব,জাহাঙ্গীর ও ফারুক হোসেন।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত