প্রেস বিজ্ঞপ্তিঃ
লায়ন্স ক্লাব অফ চিটাগাং মহানগর এর ২০২১-২২ সেবাবর্ষের কমিটি গঠন অনুষ্ঠান গত ৩০শে এপ্রিল২০২১ ইং তারিখে চট্টগ্রাম নগরীর জামালখানস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।বোর্ড মিটিং এ বোর্ড অফ ডিরেক্টর এর সর্বসম্মতিক্রমে লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপি প্রেসিডেন্ট, লায়ন প্রকৌশলী অসীম বড়ুয়া ১ম ভাইস প্রেসিডেন্ট, লায়ন সুব্রত বিকাশ চৌধুরী ২য় ভাইস প্রেসিডেন্ট,লায়ন পরেশ কুমার চৌধুরী ৩য় ভাইস প্রেসিডেন্ট, লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি সেক্রেটারি ও লায়ন লিটন দে কে ট্রেজারার হিসেবে ২০২১-২২ সেবা বর্ষের জন্য মনোনীত করা হয়।