
রাজস্হলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন ডেয়ারিং টাইর্গাস এর অধিন বাঙ্গালহালিয়া সাব জোন কমান্ডার লেঃ শিকদার সৈকত ইসলাম ও ওয়ারেন্ড অফিসার রাসেদ খান এর নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ গুলি সহ গককাল রাত ১২ ঘটিকার সময় উথোয়াইচিং মারমা কে তারবাড়ী হতে অাটক করে। সেনাবাহিনী সুত্রে জানা যায়, সে পার্বত্য চট্রগ্রাম জনসহংতি সমিতি ( জে এস এস) মূল দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে নিয়োজিত। অাটক কৃত কালেক্টর রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া মৃত ফুথইচিং মারমার ছেলে উথোয়াইচিং মারমা। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে চাঁদা উত্তোলন করে অাসছে বলে জানান। তাকে রাজস্থলী থানায় সোর্পদ করা হয়েছে বলে সেনাবাজিনীর সুত্রে জানাযায়। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা ওসি মফজল অাহমদ খান জানান, সেনাবাহিনী একজন অস্ত্রসহ অাসামী ধরছে বলে শুনেছি, থানায় হস্তান্তরের পর অাইন অানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।।