আনজুমনে নওজোয়ানের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

দেলোয়ার হোসাইন সাইমুন:

বায়তুশ শরফের রূপকার আল্লামা শাহ আবদুল জব্বার রাহ. কর্তৃক প্রতিষ্ঠিত সমাজসেবামূলক যুব সংগঠন আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ এর আশেপাশের শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার বিতরণ উদ্বোধন করেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)। এরপর প্রত্যেক ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য, এলিট সোসাইটি চট্টগ্রামের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে সহযোগিতা প্রদান করা হয়।

ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক একরামুল হক আজাদ, মোহাম্মদ আলী, এলিট সোসাইটির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫ তম ব্যাচের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সেলিম উদ্দিন, এলিট সোসাইটির সদস্য শফিউল আজম, আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর উপদেষ্টা হাফেজ মুহিব্বুর রহমান, কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম, সহ-সভাপতি মুহাম্মদ আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক হাফেজ মফিজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক মুহাম্মদ ইউসুফসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।

ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ শেষে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) করোনা মহামারী থেকে সকলকে সুরক্ষা এবং হত দরিদ্রদের সহযোগিতায় যারা এগিয়ে এসেছেন তাদের সকলের মঙ্গল কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত পরিচালনা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত