
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
মাস্কবিহীন চলাচলের অপরাধে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশনে ৫০ জন পথচারীকে শপথ বাক্য পাঠ করালেন রাঙ্গুনিয়া – রাউজান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। রবিবার (৯ মে) বিকেল ৫ টায় তিনি আটককৃত পথচারীদের মাধ্যমে তাদের হাত তুলে স্লোগান দেন ” মাস্ক ছাড়া আমরা, বের হবো না কোনদিন “, স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মানবো মানবো” । এইসময় তিনি পথচারীদের করোনা ভাইরাস সংক্রমনরোধে মাস্ক ছাড়া চলাচল না করা এবং স্বাস্থ্য বিধী মানার জন্য অনুরোধ জানান। পরে তিনি আটককৃত পথচারীদের মুচলেকা দিয়ে ছেড়ে দেন। এদিকে তাঁর এই কার্যক্রমে উপস্থিত সাধারণ জনগণ স্বাগত জানান।
এইসময় রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, সহকারী পুলিশ পরিদর্শক সাঈদুল হক সহ থানার পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।