প্রেস বিজ্ঞপ্তিঃ
বরিশাল এর মুলাদী উপজেলার ০৭,০৯ এস এস সি ব্যাচ ইফতার ও আলোচনাসভায় শ্রমিকদের মাঝে ইফতার বিতরন কর্মসূচি করা হয়। উক্ত সভায় কোরান তেলওয়াত করে সভার কর্মসূচি শুরু করেন ০৭,০৯ তসলিম হাসান হৃদয়। উপস্থিত বক্তব্য রাখেন ০৭,০৯ এর খান সোলায়মান, নাজমুল, সাখাওয়াত হোসেন, অভি, কনক সহ আরো অনেকে। তারা দেশ ও মানুষের পাশে থাকার সংকল্পবদ্ধ হোন। সমাজের উন্নয়ন এর পাশাপাশি সকল প্রকার সামাজিক কাজ করে যাবে মুলাদী ০৭,০৯ এস এস সি ব্যাচ।