ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ
কাপ্তাই থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী ৮০ লিটার চোলাই মদ সহ ২ জন নারীকে আটক করা হয়েছে। গত শনিবার ( ১৫ মে) সন্ধ্যা ৭ টায় থানার এসআই মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারের রুপসী হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ জন নারীকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন কাউখালী উপজেলার আদর্শ গ্রাম এলাকার মৃত রেজাউল খান শাহেদ এর স্ত্রী মিনু খাঁন( ৪৫) এবং একই উপজেলার তারাবুনিয়া মারমা পাড়ার মৃত শুক্য অং মারমার স্ত্রী চমাইয়া মারমা(৪১)।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, আটককৃত ২ নারী ওয়াগ্গার কুকিমারা এলাকা হতে দেশীয় মদ কিনে ৩ টি ব্যাগে করে চট্টগ্রামের উদ্যোশে পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সদস্যরা বড়ইছড়ি বাজার এলাকা হতে তাদের আটক করে।
আটক নারীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী এর ২৪(খ) ধারা মোতাবেক কাপ্তাই থানায় একটি মামলা (যাহার কাপ্তাই থানার মামলা নম্বরঃ ০২/২২ ও তারিখঃ ১৫ মে ২০২১) দায়ের করা হয়েছে । আটক আসামিদ্বয়কে রবিবার রাঙ্গামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।