লকডাউনকালীন কাপ্তাইয়ে পর্যটকদের আগমন ঠেকাতে তৎপর প্রশাসনঃ ২৪ মামলায় জরিমানা ৬ হাজার ৭০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ

লকডাউনের সময়ে কাপ্তাইয়ে পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় কাপ্তাইয়ের প্রবেশমুখ রেশমবাগান পুলিশ চেকপোস্টে মঙ্গলবার(১৮ মে) ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন। এই সময় উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান অহেতুক কাপ্তাইয়ে প্রবেশ, সড়ক পরিবহন আইন অমান্য সহ বিভিন্ন অপরাধে ২৪ টি মামলায় ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন। তৎমধ্যে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ টি মামলায় ১০০০ টাকা,২৬৯ ধারায় ১৭ টি মামলায় ৫১০০ টাকা এবং সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৬৬ ধারায় ২ টি মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে এইসময় বেড়াতে আসা পর্যটকদের কাপ্তাইয়ে ঢুকতে দেওয়া হয়নি।উল্টাপথে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রেশমবাগান পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত