সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে কাপ্তাই প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি:-

দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তাকারীদের বিচার এবং তাঁর মুক্তির দাবীতে কাপ্তাই প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা শুক্রবার( ২১ মে) বিকাল ৩ টায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন, ইনফো বাংলা কাপ্তাই সংবাদদাতা অর্ণব মল্লিক।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন কলম সৈনিককে শারিরীক মানসিক নির্যাতন ও হেনস্তা করায় সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধ। আমরা আশা করি রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিচার করে নজির সৃষ্টি করবে সরকার।”

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত