
আপেল বসুনীয়া,নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার চিলাহাটি সরকারী খাদ্য গুদামে চলতি ইরি মৌসুমের ধান ও
চাল সংগ্রহ শুরু হয়েছে। প্রান্তিক কৃষক হাফিজুর রহমানের ১ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে ধান সংগ্রহের উদ্ভোধন করা হয়েছে। লাল ফিতা কেটে উদ্ভোধন করেন চিলাহাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল হেলালসহ স্থানীয় গণ্যমান্যরা। সরকারী বিধি মোতাবেক চিলাহাটি সরকারী খাদ্য গুদামে ভোগডাবুরী, কেতকীবাড়ী,গোমনাতী,বামুনিয়া ও জোড়াবাড়ী ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি হিসাবে ধান সংগ্রহের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯৯০ মেট্রিক টন।