চৌধুরী মুহাম্মাদ রিপন
আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করে আসছে। চলতি বছর ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হলো। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জনাব রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার আজ ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা ও এক বর্নাঢ্য র ্যালী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব আবু সুফিয়ান।