আব্দল হক, হরিরামপুর ( মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিভিন্ন মসজিদে গিয়ে নোভেল করোনা ভাইরাস, মাদক, চোরাচালান বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ বিভিন্ন বিষয়ে মানুষদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ঝিটকা জামে মসজিদে মুসল্লিদের মাঝে বিভিন্ন বিষয়ে জনসচেতনাতামূলক প্রচারণা করেন তিনি।
এসময় ওসি সৈয়দ মিজানুর ইসলাম ইসলাম জনসচেতনতার লক্ষ্যে, নোভেল করোনা ভাইরাস সহ অনেক বিষয়ে যেমন, বাল্যবিবাহ, মাদক, জঙ্গীবাদ, চুরিসহ বিভিন্ন বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন, এস আই আব্দুস সালাম, গন্যমান্য ব্যাক্তিগন সহ মসজিদের মুসল্লিগন প্রমুখ উপস্থিত ছিলেন।