ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ
২০২০-২০২১ অর্থ বছরে লোকাল গভার্মেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি -৩) এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিতকরণের লক্ষ্যে দূর্গম বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার হোম সিস্টেম বিতরণের অংশ হিসাবে কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার (৯ জুন) দুপুর ১২.৩০ চিৎমরম ইউনিয়ন পরিষদে ১৬ টি দরিদ্র পরিবারের মাঝে ৫০ ওয়াটের সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই দরিদ্র পরিবারের মাঝে এই সোলার সিস্টেম তুলে দেন।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইস্যা অং মারমার সভাপতিত্বে এইসময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।