ঝুলন দত্ত , কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:-
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মহ সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত মাদক পাচারকারী ইমরান হোসেন আরমান চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার কালাচান দীঘির পাড় পূর্ব দেওয়ান নগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের জামশেদ আহমেদ এর ছেলে।
বৃহস্পতিবার(১০ জুন) বিকেল ৫.৩৯ মিনিটে চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক সেলিম ও মাহবুব এবং সহকারী উপ পরিদর্শক কল্যান, পদু ও সোহেল এর নেতৃত্বে থানা পুলিশ এর টহল টিম চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের বাঙালহালিয়া ডাকবাংলা আশ্রম পাড়ার মানুচিং মারমার চায়ের দোকানের পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট এর দায়িত্ব পরিচালনা করার সময় একটি সিএনজি গাড়ি( চট্টগ্রাম থ- ১১-৭৭৭৯) পুলিশকে দেখে দ্রুত পলায়ন করার চেষ্টা করে। এইসময় থানা টীমের সদস্যরা দ্রুত গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটি আটকায়। পরে পুলিশ সদস্যরা গাড়ি তল্লাশী করলে অভিনব পদ্ধতিতে সীটের ভিতর গোপন পকেটে রাখা ৫২লিটার ও কন্টেইনার এ থাকা ৫০ লিটার সহ সর্বমোট ১০২ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে। এবং গাড়ির থাকা আরমান নামের একজনকে আটক করে। এইসময় গাড়ীতে থাকা অপর একজন ব্যক্তি পালিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত ঘটনায় পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে শুক্রবার(১১ জুন) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।