ঝুলন দত্ত , কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:-
কাপ্তাই পাওয়ার গ্রীড হতে চুরি হয়ে যাওয়া ২ টি ব্যাটারি সহ ১ জনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা। আটক ব্যাক্তির নাম আতাউল্লাহ আল-আমিন (২০)। সে কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনীর বাসিন্দা মৃত দাগু মিয়ার ছেলে। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক নির্দেশনায় এবং কাপ্তাই থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে আতাউল্লাহ আল-আমিন এর ঢাকাইয়া কলোনীর বসতঘর থেকে হালকা ধূসর রংয়ের চুরি হওয়া দুইটি ব্যাটারী সহ তাকে আটক করে । জিজ্ঞাসাবাদে সেই চুরির সাথে সম্পৃক্ততার কথা পুলিশকে স্বীকার করেন বলে ওসি মোঃ নাসির উদ্দীন জানান। গত ২৯ মে কাপ্তাইয়ে পাওয়ার গ্রিড কোম্পানীর সেন্ট্রাল রুম থেকে ২৪ টি ব্যাটারী চুরি করে দুর্বৃত্তরা। গত ১জুন চট্টগ্রাম ফাইবার এড হোম রিজিওনাল অফিসের অফিস সুপারভাইজার মোঃ সেকান্দার হোসেন বাদী হয়ে চুরির বিষয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। চুরিকৃত বাকী ব্যাটারি উদ্ধার এবং এই চুরি কাজের সাথে বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানান।