মোঃ ইমাম হোসেন জীবনঃ
১৪জুন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বায়োজিদ লিংক রোডের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। উক্ত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী প্রশাসনের কর্মকর্তারা।
এ অভিযানে যৌথভাবে অংশ নেয় সংশ্লিষ্ট দপ্তরের সিডিএ,পরিবেশ অধিদপ্তর,এসিল্যান্ড,বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন
এলাকার স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আগে ফায়ার সার্ভিসহ শতাধিক পুলিশ,র্যাব সহ অন্যান্যা দায়িত্বে থাকা উচ্ছেদ অভিযান প্রশাসনের কর্মকর্তা পুলিশ সদস্য ।
নির্বাহী ম্যাজিষ্ট্যাটসহ ছয়জন ম্যাজিষ্ট্যাট তিন ভাগে এই অভিযান পরিচালনা করেন।
৮০ফুট প্রস্ত ৬কিলোমিটার দীর্ঘ মহা সড়কের দুইপাসের অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার উপর অভিযানে ৩৭০টিরও বেশি ঘর ও শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে।ক্ষতিগ্রস্তদের দাবি কোনো নোটিশ ছাড়াই ভাঙ্গা হয়েছে তাদের বসবাসরত ঘরবাড়ি,দোকানপাট ও দখলকৃত অন্যান্য স্থাপনাগুলো। নিম্নআয়,দুস্ত,অসহায় বলে দাবি জানিয়েছেন ঘরবাড়ি হারানো দখলদারা। বছরের পর বছর ধরে বসবাসরত কেউ কেউ ৩০বছর ধরে বসবাস করে আসছেন বলে জানিয়েছেন।কিন্তু প্রশাসনের আকষ্মিক অভিযানে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারেরা প্রায় দিশেহারা।
আজ থেকে ৪বছর আগে ১৮টি পাহাড় কেটে সড়কের রাস্তানির্মাণ করা হয়।অপরিকল্পিত ও ভবিষ্যতে নিরাপত্তার বিষয়টি চিন্তা না করেই ৯০ডিগ্রী এঙ্গেলে পাহাড় কাটা হয়। এমন ভাবে পাহাড় কাটাতে যেকোনো মুহূর্তে পাহাড় ধ্বসে পরার ঝুঁকি রয়েছে সড়কের দুই পাশেই।গাড়ি চলাচল ও বসবাসকারীদের জন্য বিশেষ করে বর্ষামৌসুমে খুবই ভয়ানক ও ঝুঁকিপূর্ণ হয়ায় ও পাহাড় ধ্বসে পড়ায়, বর্তমানে সিডিএ এর নির্দশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উক্ত রাস্তা নির্মাণে পরিবেশ অধিদপ্তর সিডিএ কে ৪লক্ষ ঘনফুট পাহাড় কাটার অনুমতি দিলেও বাস্তবে ১০লক্ষ ঘনফুটের বেশী পাহাড় কাটা কালে সিডিএ তাৎক্ষণিক কোন বাধা কিংবা কোন প্রকার প্রতিকার নেই নি। পরবর্তীতে সিডিএ অন্যায়,অনিয়ম-নিয়ন্ত্রনহীন ভাবে পাহাড় কাটাতে পরিবেশ অধিদপ্তর ১০কোটি টাকা জরিমানা করেছে সিডিএ কে।
পাহাড় ধ্বসে পড়ে যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় এবং পরিবেশর ভার্সম্য রক্ষা,মহাসড়কের নিরাপত্তা সৌন্দর্য সহ সার্বিক বৃহত্তর জাতীয় স্বার্থেই এমন অভিযান পরিচালিত হয়। অবৈধ উচ্ছেদ বসবাসকারীদের অাপত্তি অপূরনীয়ক্ষতি স্বত্বেও এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এবং চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।