ইমাম হোসেন জীবন 'চট্টগ্রামঃ
বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত ১ জন আসামী এবং ১০০ লিটার চোলাই মদ সহ ২ জন আসামী গ্রেফতার এছাড়াও ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামী গ্রেফতার। এসআই রহমত উল্লাহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানার ৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড উত্তর কঞ্জুরী কালাইয়ারহাট সর্দার পাড়া গণেশ মাঝির বাড়ীর সামনে আসামী রাজু দাশ প্রঃ রাজু সর্দার (৩৬), পিতা- মৃত অনীল সর্দার, মাতা- মৃত নীলিমা সর্দার, সাং- সারোয়াতলী, ৯ নং ওয়ার্ড, (সর্দার পাড়া প্রঃ জালিয়া পাড়া), কালাইয়ারহাট, ৫ নং সারোয়াতলী ইউপি, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে। এই সংক্রান্তে বোয়ালখালী থানার মামলা নং-১৮,
১৫ জুন ২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) রুজু করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের প্রেরণ করা হয়েছে। মাদক উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে অচিরেই বোয়ালখালী মাদক ব্যবসা এবং মাদক মুক্ত হবে বলে আশা করছি।