কাপ্তাই শিল্পকলা একাডেমির আয়োজনে পুর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

বিশু তনচংগ্যা

রাংগামাটির কাপ্তাইয়ে শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃুতিক অনুষ্ঠান ও পুর্ণমিলনী কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেতার শিল্পীদের নিয়ে সংগীত এবং নৃত্য পরিবেশন ও শিল্পীদের পুরস্কার বিতরণ করা হয়। ওয়াগ্গা টি লিমিটেড (চা বাগানের) পরিচালক আমিন কাদেরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, এসময় বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা পক্ষ থেকে এসময় রাঙ্গুনীয়া ইউএনওকে শুভেচ্ছা স্মারক প্রদানসহ সাথে উপস্থিতি বিশেষ অতিথিদেরও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে নুর মোহাম্মদ ও খোদেজা আক্তার উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সভাপতি জয়সিম বড়ুয়া, শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাইয়ে নিয়োজিত সরকারী বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগনে উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত