রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে পূজা উদযাপন পরিষদের অার্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা শিলক ইউনিয়নের ৭নং ওয়ার্ড পাকিয়ার টিলা নিরঞ্জন প্রফেসর বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অার্থিক অনুদান প্রদান করেছেন রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ।

শুক্রবার(১৮জুন) সকালে অগ্নিকাণ্ডে অগ্নিকান্ডে ভস্মীভূত ঘর ২টি পরিদর্শন করেন পরিষদের নেতৃবৃন্দরা। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে অার্থিক অনুদান প্রদান করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভূতিভূষণ সেন, সহ-সভাপতি অমূল্য বসাক, সমীরণ দেবনাথ, যুগ্মসাধারণ সম্পাদক মাস্টার টিটু সেন, সত্য পদ দাশ, শিলক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক প্রণব কুমার দে, শিলক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন আর্চায্য, বাবুল দাশ, তাপস মালাকার, শিলক ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল কবির প্রমুখ।

উল্লেখ্য গত বুধবার সকাল ১১টার দিকে রূপন দাসের ঘরের পূজার মোমবাতি থেকে আগুন লেগে তাঁর ঘরসহ পাশের সঞ্জিদ দাসের ঘর আগুনে পুড়ে যায়। বর্তমান তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত