চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে “ডু নো হার্ম” বিষয়ক ৪ দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সমন্বিত সামাজিক স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্যোগে “ডু নো হার্ম” বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালা সোমবার (২১ জুন) হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে শেষ হয়েছে।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা প্রকল্পের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবি এডভোকেট সুরেশ রায়।
কর্মশালায় হাসপাতাল কর্মী, স্বাস্থ্যকর্মী, গ্রাম উন্নয়ন কর্মী, নারী উন্নয়ন কর্মী সহ ২৫ জন অংশগ্রহণ করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত