মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ফেনীর অতিরিক্ত জেলা প্রসাশক হিসেবে পদোন্নতি পাওয়ায় পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ-বিদ্যালয়ের আযোজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪জুন) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার । বিশেষ অতিথি ছিলেন পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ-বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহির আহমদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুদ্দিন মজুমদার,সিনিয়র শিক্ষক কল্লোল দাস গুপ্ত, সহকারী শিক্ষক এইচ এম ফরিদ, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফজলুল করিম নঈমী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।