
ঝুলন দত্ত, কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধিঃ
কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবারও “শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন”। দেশের নাম করা পুরস্কার প্রাপ্ত সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পার্বত্যাঞ্চলের একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন সময় এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি বিভিন্ন অবদান রাখায় এবং সেরা প্রতিষ্ঠান হিসেবে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছে। এখনো প্রতিষ্ঠানটি নিজস্ব অবদান ধরে রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অত্র ইনস্টিউটের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার অত্র শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ায় আগে থেকে শিক্ষাসহ বিভিন্ন অবদানের জন্য বিভিন্ন সরকারি -বেসরকারি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ্যাওয়ার্ড পেয়েছেন। তেমনি চলতি জুন মাসে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের তাকে “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড”- ২০২১পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া তিনি ইতিপূর্বে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড, স্বাধীন স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ড, ভাষা সৈনিক ডঃ আব্দুল মতিন সম্মাননা,সাপ্তাহিক দেশের ডাক বর্ষ সেরা এ্যাওয়ার্ড, জাতীয় শিক্ষা সাপ্তাহ- ২০০৩ শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয় হতে গোল্ড মেডেল অর্জন,বাংলাদেশ স্কাউটস মেডেল মেরিট- ২০০৫ অর্জন,বার-টু দি মেডেল অব মেরিট- ২০০৯ একাধিক পুরস্কার গ্রহণ করেছেন। বিভিন্ন অর্জন,অবদান ও দক্ষতার জন্য ভারত,পাকিস্তান, লন্ডন,ইউকে,অস্ট্রেলিয়া, নেপালসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
বিএসপিআই এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার জানান , চলতি জুন মাসের ১৪ জুন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের পক্ষ হতে তাকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে । এ অর্জন তার একার নয়, সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তথা কাপ্তাইবাসীর অর্জন।