
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ
কাপ্তাই উপজেলার সদর বড়ইছড়ি বাজারে বুধবার দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে সামাজিক দুরত্ব মেনে চলার ও মাস্ক পরার পরামর্শ দেন। এসময় তিনি মাস্ক না পরার কারণে দন্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক ৬ টি মামলায় বাজার এলাকার ৬ জন পথচারীর প্রত্যেককে ১শ টাকা করে সর্বমোট ৬শ টাকা জরিমানা আদায় এবং মামলা দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং যুব রেডক্রিসেন্ট এর সদস্যরা ভ্রাম্যমাণ আদাল সহায়তা করেন ।