
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
চন্দ্রঘোনার অসহায় ভ্যানচালক মোঃ কামাল মিয়াকে ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করলেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বসবাসরত কামাল দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রাম্ত। চিকিৎসার খরচ চালাতে গিয়ে হতদরিদ্র কামালের পরিবারকে আজ পথে বসার উপক্রম হয়েছে। বিষয়টি জানতে পেরে পরিষদ চেয়ারম্যান নিজ উদ্যোগে ব্যক্তিগত ভাবে তার চিকিৎসার খরচ বাবদ নগদ অর্থ সহায়তা করেন।এবং প্রয়োজনে আরো সহায়তা করার আশ্বাসও দেন। এসময় এলাকার ইউপি সদস্য মোঃ মামুন, আরশাদ আলী এরশাদ,আজিজুল হক,সুমন,আবুল হাশেমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।