মোঃ ইমাম হোসেন জীবন ,চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চলাচলেকালে রাস্তাঝুঁকিপূর্ণ ভাঙ্গারাস্তা ও সিঁড়ির মৃত্যু ফাঁদে খালে পড়ে এক নারী যাত্রী ও ড্রাইভারের মৃত্যু হয়েছে।
৩০জুন,বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২নম্বর গেটের মেয়র গলি এলাকায়, টিঅ্যান্ডটি কলোনির বাইলেন সড়ক সংলগ্ন খালে বৃষ্টির পানি পরিপূর্ণ হয়ে প্রবল গতি স্রোতের রুপ নেয়। টানাবৃষ্টি ও খালে অাবর্জনা ভর্তি হওয়ায় খালের পানির উপচে গতি বাড়তে থাকে।ঘটানাক্রমে রাস্তাভাঙ্গা ও সিড়ির সাথে ধাক্কায় সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষনাৎ খালের উপর পড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী খাতিজা বেগম (৬৫) ও অটোরিকশার ড্রাইভার মো. সুলতান (৩৮)। নিহত খাতিজা বেগমের বাড়ি কর্ণফুলী থানা এলাকায় বলে জানা গেছে।
এলাকাবাসী হতে প্রত্যক্ষদর্শীরা জানান,গত রাত ও সকাল থেকে বৃষ্টি হওয়ায় খালে প্রচণ্ড স্রোত ছিল। রাস্তার ভাঙ্গারস্থলে হেলানো ও ঢালু হওয়ায় ড্রাইভার নিরাপদে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে অসর্কতা বসত রাস্তার উপর সিড়িটি না দেখার দরুন প্রচন্ড জোরে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের স্রোতে পড়ে গাড়ির দরজা বন্ধ থাকায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এলাকার স্থানীয় জনসাধারণ। রাস্তাটি সরু হওয়ায় চালানোর সময় অটোরিকশাটি খালে পড়ে যায়। সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিন যাত্রী উঠে আসলেও ড্রাইভার ও নারী যাত্রী খাতিজা বেগম আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বায়েজিদ স্টেশন অফিসার তানভীর কাজল বলেন, টিঅ্যান্ডটি কলোনী এলাকায় সিএনজি খালে পড়ে যাওয়ার খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। এ সময় ডুবুরিও আসে। আমরা অটোরিকশাটি তুলে আনি। তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ ঘটনাসূত্রে জানা যায়,রাস্তাটি মাত্র তিনমাস আগে করা হয়।কিন্তু উক্ত খালের পাড়ের আরসিসি না থাকা সত্বেও এবং বর্তমান ওয়ালটি অত্যান্ত দুর্বল ও ঝুঁকিসত্বেও কি করে রাস্তা নির্মানকারী ঠিকাদার প্রতিষ্ঠান ও সংষ্টলিষ্ঠ প্রশাসন নিয়ন্ত্রণ দপ্তর কাজ করে সমাপ্তি করে।এবং উক্ত রাস্তায় একাধিক সিড়ি রাস্তার উপরে শুরু হতে এখনো রয়ে গেছে।আর সামনে আরও ভয়ংকর রকমের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়ে গেছে।চলাচল অনুপযোগী রাস্তায় অনাকাঙ্ক্ষিত এমন আকষ্মিক দুর্ঘটনায় দুইটি প্রাণ ঝরে যাওয়া এলাকায় জনমনে আফসোস আপত্তির প্রশ্ন রয়েই গেছে।