প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২১, ২:৪৯ অপরাহ্ণ
মহেশপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা করোনায় আক্রান্ত

শহিদুল ইসলাম মহেশপুর ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলসহ ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলসহ ১৮ জনের করোনা প্রজেটিভ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার জানান, মাঝে দু’দিন আক্রান্তের সংখ্যা কম খাকলেও মঙ্গলবার ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলও রয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা জানান তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.