হরিরামপুরে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ১৬ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আব্দুল হক (মানিকগঞ্জ প্রতিনিধি):

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় লকডাউনের তৃতীয় দিনে ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়। ঝিটকা বাজার এলাকায় সরকারের নির্দেশ না মানার কারনে মাস্ক বিহীন চলাফেরা, মটর সাইকেলে অতিরিক্ত যাত্রী, দোকানে আড্ডা, অটোরিক্সা চালানোর দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এ সময় হরিরামপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন। এ সময় ১৬ জনকে বিভিন্ন অংকে ৩৭০০ (তিন হাজার সাত শত) টাকা জরিমানা করা হয়।লকডাউনের সময় অপ্রয়োজনে ঘরের বাহির না হওয়া, সরকারী বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত