আব্দুল হক (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় নাজমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে জানা গেছে।
রবিবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম শরফদিনগর গ্রামের ইসলাম সরদারের স্ত্রী।
এ ঘটনায় নাজমা বেগমের প্রতিবেশী রফিকুলকে (৪০) আটক করেছে থানা পুলিশ। রফিকুল ওই গ্রামের শফিকুলের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম জানান, ক্ষেতে পানি ওঠায় নাজমা বেগম নৌকা নিয়ে মরিচ তুলতে যাচ্ছিলেন। তার জমির পাশেই রফিকুলের ধানক্ষেত। নৌকা নিয়ে ধানক্ষেতের পাশ দিয়ে যাবার সময় নাজমার সাথে প্রতিবেশী রফিকুলের কথা কাটাকাটি হয়।এ সময় রফিকুল বাঁশ দিয়ে পিটিয়ে নাজমাকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসাপাতালে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য নাজমার মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।