কাপ্তাইয়ে লকডাউন পরিস্হিতি পর্যবেক্ষণে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেন, বর্তমানে করোনা ভাইরাস এর প্রকৌপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই এই মূহুর্তে সকলকে স্বাস্থ্য বিধী কঠোর ভাবে মেনে চলা উচিত, মাস্ক ছাড়া কোনভাবেই কেউ বের হবেন না এবং প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। প্রতিটি সংকটকালীন সময়ে পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে।

তিনি সোমবার (৫ জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে চলমান লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা বলেন।

এইসময় জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) তাপস রন্জন ঘোষ, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, ওসি( তদন্ত) আকতার হোসেন, সার্কেল পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর, কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান, কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ, টিআই বিপুল পাল, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।

পরে পুলিশ সুপার কাপ্তাই থানা পরিদর্শন করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত